#মুত্র_পাথরি
---------------------
খাদ্য পরিপাক ও পরিশোষণ কাজের ব্যাঘাত ঘটলে গ্রন্থি বা কিডনিতে স্টোন বা পাথর জন্মে।এ পাথর বিভিন্ন আকারের হয়।
🔴ঔষধি উদ্ভিদে চিকিৎসা 🔴
--------------------------------------------
পাথরকুচি পাতার রস, তিন থেকে চার চা-চামচ, প্রতিদিন খেতে হবে খালি পেটে সকালে কমপক্ষে 21 দিন।
এবং প্রস্রাবের সাথে রক্ত গেলে দুই চা চামচ তুলসি পাতার রস এবং 2 চা চামচ দুর্বার রস মিশিয়ে খেতে হবে।
#শুক্র_ক্ষরণ_বীর্য_পাতলায়
------------------------------------------
কৃমি, অর্শ, ঘোড়ায় চড়া, হস্তমৈথুন, গনেরিয়া প্রভৃতি কারণে এ রোগ হয়। একজন স্ত্রীলোক বা স্পর্শ করলেই বা মলত্যাগের সময় চাপ প্রয়োগ করলে অল্প উত্তেজনায় বীর্যপাত ঘটে। দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস, কোষ্ঠকাঠিন্য, চোখ বসে যাওয়া চোখের কোণে কালি পড়া ইত্যাদি এ রোগের লক্ষণ।
🔴ভেষজ উদ্ভিদে চিকিৎসা 🔴
-----------------------------------------------
শিমুল মূল 2 গ্রাম /অশ্বগন্ধা 2 গ্রাম /কাবাব চিনি 1 চামচ /চিনি এবং 200 গ্রাম গরম দুধ একত্রে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে অথবা রাতে একবার করে খেতে হবে।
#ধ্বজভঙ্গ
-----------------
পুরুষাঙ্গের শক্তি হিনতার নামই হচ্ছে ধ্বজভঙ্গ। হস্তমৈথুন/ অতিরিক্ত স্ত্রীসহবাস/ আঘাত লাগা/ইত্যাদি কারণে এ রোগ হয়।
🔴ভেষজ উদ্ভিদে চিকিৎসা 🔴
---------------------------------------------
এক চামচ অশ্বগন্ধা চূর্ণ /এক চামচ শিমুল মূল চূর্ণ /এক চামচ কাবাব চিনি চূর্ণ /এক চামচ তালমূলী চূর্ন/ 1 চামচ মধু এবং দুধ ২০০গ্রাম, একত্রে মিশিয়ে খেতে হবে রাতের বেলা কমপক্ষে 1 মাস।
#সাদাস্রাব_শ্বেতপ্রদর
--------------------------------
চিকিৎসা : দৈনিক সকালে দুই চামচ কাঁচা হলুদের রস /দুই চামচ দূর্বার রস /এক চামচ চিনি একত্রে মিশিয়ে খান কমপক্ষে 15 দিন। সকালে খালি পেটে।
#বন্ধ্যাত্ব
বন্ধ্যাত্ব মূলত কোন একক রোগ নয়।
শ্বেতপ্রদর /অনিয়মিত মাসিক/ বাধক বেদনা/ স্ত্রী যৌনাঙ্গের গঠন বিকৃতি/ বা জরায়ু ডিম্বাশয়/ ডিম্বনালি ইত্যাদিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকা।
আবার স্বামীর কারণেও বন্ধ্যাত্ব আসতে পারে।
🔴 জরায়ু দুর্বলতা/ ডিম্বাশয়/ ডিম্বনালি ইত্যাদি সমস্যায় নিচের মেডিসিন গুলো প্রয়োগ করা যেতে পারে,,,,,
🔴ভেষজ উদ্ভিদ চিকিৎসা 🔴
---------------------------------------------
10 গ্রাম নাগেশ্বর ফুল /10 গ্রাম কাকড়া শৃঙ্খলা /10 গ্রাম যষ্টিমধু /10 গ্রাম রক্তবড়েলা একত্রে চূর্ন করে নিতে হবে।
এই চূর্ন- এক চামচ ঘি/ এক চামচ মধু এবং 100 গ্রাম দুধ একসাথে মিশিয়ে সকালে খেতে হবে কমপক্ষে 1 মাস।
#দ্রুত_বীর্যপাত_সমস্যায়
-------------------------------------
চিকিৎসা : এই সমস্যায় আলকুশি বীজ কে খোসা ছাড়িয়ে পাটায় বেটে, কাই এর মতো তৈরি করে, ঘীয়ে ভেজে ওরজিনাল মধু সহকারে হালুয়া তৈরি করে সেটা প্রতিদিন সকাল এবং রাতে 10 থেকে 15 গ্রাম করে গরম দুধ সহকারে সেবন করলে খুব শীঘ্রই ভালো ফলাফল পাওয়া যায়।