বিজ্ঞানীগণ নিশ্চিত করেন যে, কালোজিরার তেলের মধ্যে শক্তিশালী ব্যাকটেরিয়া বিরোধী এবং ফাংগাস বিরোধী কার্যকারিতা রয়েছে, যা প্রায় সব ধরনের ব্যথা এবং ফাংগাস জনিত রোগ নিরাময়ে শত শত বছর ধরে চীন ও এশিয়াই ব্যবহৃত হয়ে আসছে। 
এ ছাড়া বিজ্ঞানীগণ ব্যবহারকারীর রক্তে সুগারের পরিমাণ উল্লেখযোগ্য হারে কম থাকার প্রমাণ পেয়েছে।
জীবানুবিরোধী কার্যকারিতাঃ নাইজেলা সেটাইভা সালমনেল্লা টাইফি, সিউডোমোনাস এবং অন্যান্য জীবানুর বিরুদ্ধে শক্তিশালী জীবানুবিরোধী কার্যকারিতা রয়েছে। কালোজিরার তেল গ্রাম-পজিটিভ এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে  কাজ করে। 
কালোজিরার অন্যতম প্রধান উপাদান থাইমোকুইনন এর প্রচুর পরিমাণ যকৃত রক্ষাকারক গুনাগুণ রয়েছে।কালোজিরার তেল রক্তে গ্লুকোজের পরিমান কমাতে সাহায্য করে। যা ডায়বেটিক রোগীদের জন্য অতি মাত্রায় উপকারি হিসাবে কাজ করবে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ভাল রাখতে প্রতিদিন সকালবেলা খাঁটি মধুর সাথে এটি সেবন করা যায়। 







পটুয়াখালীতে কি আপোনাদের কোনো শাখা আছে
ReplyDeleteজি না, কুরিয়ারে নিতে হবে। অগ্রীম পে করে।
Delete