Monday, May 11, 2020

ইনহেলারের বিকল্প হিসাবে ব্যবহার করুন দামাসিন

দামাসিন...................................হাঁপানি ও শ্বাসকষ্ট প্রশমক

বিবরণঃ
দামাসিন ট্যাবলেট হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস ও ঠান্ডা জনিত কাশি নিরাময় করে। দামাসিন শ্বাসতন্ত্রের স্বাভাবিক গতি ফিরিয়ে আনে। হরীতকী ও গোলমরিচের সক্রিয় উপাদান সমূহ গলাব্যথা ও এ্যাজমার ক্ষেত্রে কার্যকর।

মোটা বচ্ এর সক্রিয় উপাদান গ্যালাঙ্গিন, ক্যামফোরাইড, অ্যালপিনিন, সিনোকল এবং অত্যাবশ্যকীয় তেল সমূহ পাকস্থলীর মিউকাস মেমব্রেনের উপর ইরিটেন্ট হিসেবে কাজ করে প্রতিক্রিয়া হিসেবে ব্রংকিওলের খারাপ মিউকাস নিঃসরণ বাড়িয়ে দেয় এবং ফুসফুসে এই অবস্থা ছড়িয়ে পড়ে মূলত ইহা এক্সপেকটোরেন্ট হিসেবে কাজ করে। ইহা ব্রঙ্কিওলের ডায়লেটেশন বাড়ায়।

শ্বাস-প্রশ্বাসতন্ত্রের উপর মোটা বচ্ গুরুত্বপূর্ন কাজ করে এটা গবেষনায় প্রমানিত। ইহা এ্যাজমার ক্ষেত্রে শ্বাসনালীর সংকোচন বাড়িয়ে দেয় এবং শিশু, যুবক এবং বৃদ্বদের মুখের খারাপ স্মেল থেকে মুক্তি দেয়, কথা বলার সাউন্ড কিয়ার করে এবং হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস ও ঠান্ডা জনিত কাশি নিরাময় করে।


উপাদান সমূহঃ
Cinnamomum zeylanicum (দারচিনি)............৬৬.৬৭ মি:গ্রা:
Piper nigrum (গোলমরিচ)...............................৬৬.৬৭ মি:গ্রা:
Terminalia chebula (বড় হরীতকীর খোসা)......৬৬.৬৭ মি:গ্রা:
Syzygium aromaticum (লবঙ্গ)........................৬৬.৬৭ মি:গ্রা:
Alpinia galanga (মোটা বচ্)..............................৬৬.৬৭ মি:গ্রা:
Piper cubeba (কাবাবচীনী)..............................৬৬.৬৭ মি:গ্রা:
এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান
(সূত্রঃ সুআল, বা.জা.ই.ফ.) ইউনানী ঔষধ


রোগ নির্দেশঃ
* হাঁপানি
* শ্বাসকষ্ট
* ব্রঙ্কাইটিস
* ঠান্ডা জনিত কাশি
........................................নিরাময় করে।


সেবন বিধিঃ
প্রাপ্ত বয়স্কঃ ১টি করে ট্যাবলেট দিনে ১-২ বার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্কঃ (৮-১২) অর্ধেক করে ট্যাবলেট দিনে ১ বার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশঃ
কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলতি হয়নি।

সতর্কতাঃ
শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণঃ
আলো থেকে দূরে, শুস্ক ও ঠান্ডা স্থানে রাখুন।
পরিবেশনাঃ
৫০ ট্যাবলেট প্লাস্টিক কন্টেইনার।

6 comments:

  1. দামাসিন খেয়ে যদি কেউ মোটা হয়ে যায় তাহলে তার স্বাস্থ্য কমানোর কোনো ঔষধ আছে??

    ReplyDelete
    Replies
    1. ছাফি খাবেন সাথে

      Delete
  2. ছাফি খাবেন সাথে

    ReplyDelete
  3. দামাসিন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের নাম্বার চাই।

    ReplyDelete
  4. আমার ঔষধ টি লাগবে কিভাবে পাব

    ReplyDelete
  5. স্তন্যদান করে , তাদের কি এই ঔষধ খাওয়া যাবে

    ReplyDelete